ad upper

General Mathematics (Bengali Version)



গড় নির্নয়

1. একটি অফিসে কর্মচারীদের মাসিক গড় বেতন 7000 টাকা । তাদের মধ্যে অফিসারদের মাসিক গড় বেতন 11000 । বাকিদের মাসিক গড় বেতন 6000 টাকা । ওই অফিসে  কতজন অফিসার কাজ করেন? 
A. 20%
B. 30%
C. 15%
D. 10%
Answer - A

2. তিনটি সংখ্যার গড় 77 । প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ ‌ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয়টির দ্বিগুণ । সংখ্যা তিনটি কত?
A. 10, 20, 40
B. 22, 44, 88
C. 11, 22, 44
D. 33, 66, 132
Answer - D

3. একটি পরীক্ষায় 100 জন ছাত্রের নম্বরের গড় নির্নয় করার সময় ভুলবশত একজনের নম্বর 56 বদলে 66 ধরায় গড় পাওয়া গেল 50। প্রাপ্ত নম্বরের গড় কত? 
A.  66
B. 49
C. 49.9
D. 52
Answer - C

4. ঘন্টায় 12 কিমি বেগে কোনো গন্তব্য স্থানে পৌঁছে, ফেরার সময় ঘন্টায় 8 কিমি বেগে ফিরে আসলে যাতায়াতের গড় বেগ কত?
A. 8.6 কিমি /ঘন্টা
B. 9.6 কিমি /ঘন্টা
C. 10.6 কিমি /ঘন্টা
D.  11.6 কিমি /ঘন্টা
Answer -  B

5. একটি কারখানায় দক্ষ ও অদক্ষ কর্মী সংখ্যা যথাক্রমে 120 জন ও 80 জন এবং প্রত্যেকের দৈনিক মজুরি যথাক্রমে 257 ও 225 টাকা । ওই কারখানায় সকল কর্মীর দৈনিক গড় মজুরি কত?
A. 250 টাকা
B. 280 টাকা
C. 255 টাকা
D. 360 টাকা
Answer - C

6. একজন ব্যাটসম্যান একাদশতম ইনিংসে 100 রান করায় তার রানের গড় পূর্বের চেয়ে 5 বৃদ্ধি পেয়েছে। একাদশতম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে?
A. 60 রান
B. 70 রান
C. 50 রান
D. 40 রান
Answer - C

7. কোনো স্কুলে 6 জন ছাত্রের প্রথম 5 জনের উচ্চতা যথাক্রমে 131.2,  127.8, 126.9,  132.4, 130.8 সেমি। ষষ্ঠ ছাত্রের উচ্চতা কত হলে 6 জন ছাত্রের গড় উচ্চতা 129 সেমি হবে?

A. 145.9 সেমি
B. 115.9 সেমি
C. 124.9 সেমি
D. 125.9 সেমি
Answer - C

8. 4 জন ছাত্রের গড় ওজন 42 কেজি। আপনি প্রথম জনের ওজন গড় ওজনের চেয়ে 2 কেজি কম। দ্বিতীয় জনের ওজন গড় ওজনের চেয়ে 5 কেজি বেশি এবং তৃতীয় জনের ওজন গড় ওজনের চেয়ে 1 কেজি কম। চতুর্থ জনের ওজন কত? 

A. 70 কেজি
B. 60 কেজি
C. 50 কেজি
D. 40 কেজি
Answer -  D

9. তিনটি সংখ্যার গড় 80। প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ অপেক্ষা 10 ‌‌ বেশি এবং দ্বিতীয়টি তৃতীয় সংখ্যার তিন গুণ অপেক্ষা 10 কম। সংখ্যা তিনটি কত? 

A. 136, 58, 16
B. 166, 88, 46
C. 156, 78, 36
D. 146, 68, 26
Answer - D

10. কোনো এক বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত যথাক্রমে 12.5 সেমি, 27.04 সেমি, 20.5 সেমি ও 36.29 সেমি। ওই চার মাসের দৈনিক গড় বৃষ্টিপাত কত?

A. 20.59 সেমি
B. 19.59 সেমি
C.  18.59 সেমি
D. 16.59 সেমি
Answer - D

11. রাম ও শ্যাম প্রত্যেকে 28 রানে 8 টি উইকেট পেয়েছে। পরে রাম 35 রানে একটি এবং শ্যাম 56 রানে 4 টি উইকেট পায়। উইকেট পাওয়ার গড় কার ‌অপেক্ষাকৃত ভালো?

A. কারও নয়
B. সমান সমান
C. শ্যামের
D. রামের
Answer -  B

12. 7 টি ছাগল ও 7 টি ভেড়ার গড় মূল্য 675 টাকা। 1 টি ভেড়ার মূল্য 1 টি ছাগলের মূল্যের দ্বিগুণ হলে, প্রত্যেকটি ছাগল ও ভেড়ার মূল্য কত?

A. 700, 1400
B. 450, 900
C. 500, 1000
D. 600, 1200
 Answer - B

13. একটি কারখানায় শ্রমিকদের সাপ্তাহিক মজুরি 8400 টাকা। প্রত্যেক শ্রমিক সপ্তাহে গড়ে 700 টাকা মজুরি পান। ওই কারখানায় কতজন শ্রমিক কাজ করেন?

A. 15 জন
B. 14 জন
C. 13 জন
D. 12 জন
Answer - D

14. একটি ক্লাসে 15 জন ছাত্রের গড় বয়স 14 বছর। 16 বছর বয়সের একটি ছাত্র চলে গেল। ওই ক্লাসে যদি 17 বছর এবং 13 বছর বয়সের অারও দুজন ‌‌ছাত্র ভর্তি হয়, তবে ওই ক্লাসে ছাত্রদের বয়সের গড় কত? 

A. 12 বছর
B. 14 বছর
C. 13 বছর
D. 15 বছর
Answer - B

15. প্রথম 101 টি স্বাভাবিক সংখ্যার গড় 51 হলে, প্রথম 100 টি স্বাভাবিক সংখ্যার গড় কত? 

A. 50
B. 49.5
C. 50.5
D. 51
Answer -  C

16. ‌‌ একটি ট্রেন রামপুর ‌‌থেকে বৈশালী যায় ঘন্টায় 45 কিমি বেগে এবং 36 কিমি বেগে ‌‌‌‌ফিরে আসে। যাতায়াতে ট্রেনের গড় বেগ কত? 

A. 70 km/h
B. 60 km/h
C. 50 km/h
D. 40 km/h
Answer - D

No comments:

Post a Comment